কথায় বলে- বিয়ের পর বন্দী জীবন। সত্যিই কি বিয়ের পর নারী-পুরুষের মন বন্দীদশায় কাটে? তাদের মন বিষিয়ে ওঠে সংসারের চাপে? কিন্তু কেন? মিলনের সুখে বিভোর হতেই তো একে অপরের দুহাতে ভরসা রাখে।
নিজেকে সুন্দর দেখাতে সাজবেন, কিন্তু বাধা হবে বাজেট! এমনটি হয়তো কারোরই কাম্য নয়। আবার ভালো মানের বিউটি পারলারের খরচ নেহায়েতই কম নয়। তাহলে উপায়? একটু বুদ্ধি খাটালেই কম বাজেটে মিলবে সব। পাঠকের জন্য রইল পরামর্শ।
কিন্তু ‘দেবী’ নামের একটা সিনেমা হচ্ছে, সেটা মুক্তির আগে উৎসব ও উদযাপনের প্রয়োজন আছে। তারই অংশ হিসেবে র্যাম্পে হাঁটলেন ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। এই সুযোগে একই র্যাম্পে হাঁটলেন প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা আরও ২৫ তরুণ মডেল।
অগণিত কাজ পাকা রাঁধুনিরা করে ফেলেন সহজেই। অবশ্য রান্নাঘরে যাঁরা নবীন তাঁরা যেকোনো সমস্যাকেই ঝামেলা বলে মনে করেন। ছোটখাটো কিছু কৌশল জানা থাকলে রান্না করতে যেমন সুবিধা হয়, সেই সঙ্গে সময়ও লাগে কম। সে রকমই কিছু কৌশল জানালেন রান্নাবিদ নাহিদ ওসমান।
মুখের গড়নের ওপর নির্ভর করে চশমার ডাটি, মানে ফ্রেমের আদল। সব ধরনের চেহারার গড়নে সব রোদচশমা মানাবে না। তাই রোদচশমা কেনার আগে বুঝে নিতে হবে কোনটা কোন মুখে মানাবে।
গোছানো তবে একটু অগোছালো। চুল বাঁধায় এখন এই ধারাই নাকি জনপ্রিয়। বেণি, ঝুঁটি ও খোঁপা—তিনটাই এ সময়ে বেশ চলছে। তবে বৃষ্টির ছাঁট কিংবা মাটি-ভেজা গন্ধের বাতাসে চুল খোলা রাখতে ইচ্ছে করে। সেখানেও অবশ্য চাইলে চুলে হালকা বাঁধন থাকতে পারে। কিন্তু বন্ধুদের আড্ডা থেকে শুরু করে জমকালো দাওয়াতেও কি চুল এমন খোলা থাকবে? এসব ক্ষেত্রে চুল বেঁধে রাখার পরামর্শ দিলেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন। নকশার আয়োজনে দেখানো হলো এ সময়ের উপযোগী চুলের স্টাইল।